ফাইল ছবি
গাজা ও লেবাননে সহিংসতার বৃদ্ধির মধ্যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অটুট সমর্থনের কথা পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে এই প্রতিশ্রুতি দেন তিনি। হোয়াইট হাউস থেকে এসব তথ্য জানানো হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, ২১ আগস্টের পর এটি ছিল তাদের মধ্যকার প্রথম ফোনালাপ। এতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও যোগ দেন। বুধবারের এই ফোনালাপ ৩০ মিনিট স্থায়ী হয়।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইসরায়েলের নিরাপত্তার প্রতি লৌহবর্মভূষিত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ১ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জ্যাঁ-পিয়ের এর আগে জানিয়েছিলেন, বাইডেন-নেতানিয়াহু আলোচনা ছিল 'দ্ব্যর্থহীন' এবং 'ফলপ্রসূ'।
তিনি বলেন, বাইডেন ও নেতানিয়াহু ইরানের সাথে সংঘাতের বিষয় নিয়ে আলোচনা করেন। তবে তিনি বিস্তারিত জানাননি।
এ দিকে ইসরায়েল গাজা ও লেবাননে তার সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ইসরায়েল মনে করে, এটি হচ্ছে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ।