Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৬ ১৪৩১, বুধবার ২৩ অক্টোবর ২০২৪

নির্ভরশীলতার সম্পর্ক জোরদার ও স্বাভাবিক করতে চায় ভারত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪, ২০ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

নির্ভরশীলতার সম্পর্ক জোরদার ও স্বাভাবিক করতে চায় ভারত

ছবি- সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার গঠন হলেও বিভিন্ন ইস্যুতে ঢাকা-দিল্লির সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে।

এ অবস্থায় দুই দেশই কৌশলী অবস্থানের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক উন্নয়নে চেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা-দিল্লি ফরেন অফিস কনসালটেশন দ্রুত করতে চায় ভারত।রোববার পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

তিনি বলেন, পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক জোরদার ও স্বাভাবিক করতে কাজ চলছে।  

এ সময় মেডিকেলের ভিসার পাশাপাশি তৃতীয় দেশের ভিসাপ্রার্থীদের ভারতের ভিসা দেয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি। বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে প্রয়োজনীয় জনবল কাজে যোগ দিলে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer