Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২১ ১৪৩১, বুধবার ০৬ নভেম্বর ২০২৪

রাশিয়ার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পেল ঢাকার শিক্ষার্থীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ৪ নভেম্বর ২০২৪

আপডেট: ০০:২৩, ৪ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

রাশিয়ার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পেল ঢাকার শিক্ষার্থীরা

ছবি- সংগৃহীত

ঢাকায় রাশিয়ান ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত প্রচারাভিযান ‘দ্য গ্রেট এথনোগ্রাফিক ডিকটেশন’-এ অংশগ্রহণের সুযোগ পেল বাংলাদেশের শিক্ষার্থীরা।

রোববার রাজধানীর ধানমণ্ডির রাশিয়ান হাউজে এ অনুষ্ঠান হয়।  প্রচারাভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীদের স্মারক সনদও প্রদান করা হয়।

অনুষ্ঠানে ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভ্ইচেনকভ এই প্রচারাভিযানের গুরুত্বের তুলে ধরে বলেন, ‘এটি কেবল জ্ঞানের পরীক্ষা নয়, বরং প্রত্যেকের জন্য রাশিয়ার মহান সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ উপলব্ধি করার একটি সুযোগ। এই গুরুত্বপূর্ণ আয়োজনে এমন আগ্রহ সক্রিয় অংশগ্রহণ দেখে আমরা আনন্দিত।’

আয়োজনে অংশগ্রহণকারীদের রাশিয়ার সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ লাভ করে, যা বাংলাদেশে রুশভাষীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে মাধ্যমিক স্কুল কলেজের ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer