ফাইল ছবি
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, অবৈধ বা অনিয়মিত অভিবাসন বন্ধ না হলে বৈধপথে অভিবাসনের সুযোগ সংকুচিত হবে।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন,‘ইটালিতে ৬০ হাজার পাসপোর্ট আটকে আছে কারণ প্রচুর মিথ্যা কাগজপত্র দেওয়া হয় এখানে। দুঃখজনকভাবে এই দুর্নাম আমাদের হয়েছে। সঠিক কাগজপত্র দিয়ে আবেদন করলে তারা লোক নিতে রাজি আছে। তারা কিন্তু সুযোগ দিয়েছে বৈধপথে অভিবাসন করার জন্য। কাজেই অবৈধ বা অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে আমাদের কাছে যারা সহযোগিতা চায়, তাদের সহযোগিতা করা উচিত।’
অবৈধভাবে অবস্থানকারীদের ফেরত আনার জন্য স্ট্যার্ন্ডার্ড অব প্রসিডিওর আছে এবং আমরা তাদের ফেরত আনছি জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে তাদের সঙ্গে আমাদের সহযোগিতা করাই ভালো। আমাদের প্রবাসীদের বৃহত্তর স্বার্থ আছে এখানে। যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশে বৈধপথে অভিবাসনের অনেক সম্ভাবনার তৈরি হচ্ছে। আমরা যদি অবৈধ অভিবাসন ঠেকাতে না পারি, তবে বৈধপথে অভিবাসনের সুযোগ আমরা পাবো না।’
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে তিনি বলেন, এটি নিয়ে আমরা কথাবার্তা না বলি। এটি করতে হবে অত্যন্ত গোপনীয়তার মধ্যে দিয়ে। এটি নিয়ে চেচামেচি করলে এটি কাজ করবে না।’
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি সম্পদ ফিরিয়ে আনার। প্রকৃতপক্ষে যেসব দেশে আমরা মনে করি— সম্পদ পাচার হয়ে থাকতে পারে, সেসব দেশে আমরা চেষ্টা করছি সম্পদ ফিরিয়ে আনা যায় কিনা।’