ফাইল ছবি
রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তা ও এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এ সিদ্ধান্তকে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে হিসেবে দেখা হচ্ছে।
সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ইউক্রেন সামনের দিনগুলোতে দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে।
তবে অভিযান-সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগের কারণে তারা এ হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতি চেয়ে আসছিলেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেওয়ার অল্প কিছুদিন আগেই এমন সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন।
এক মার্কিন কর্মকর্তা ও এক সূত্রের বরাতে রয়টার্স আরো জানায়, রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের প্রথম হামলা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হতে পারে বলে জানা গেছে। এই ক্ষেপণাস্ত্র ৩০৬ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে দূরপাল্লার হামলার অনুমতি দেওয়া যুদ্ধের সামগ্রিক গতিপথ পরিবর্তন করবে বলে মনে করছেন না মার্কিন কর্মকর্তারা। তবে যদি যুদ্ধবিরতির আলোচনা হয়, তবে আলোচনার ইউক্রেনকে একটু সুবিধাজনক স্থানে রাখতে সাহায্য করবে।