Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

অপপ্রচার বন্ধ করুন, কুটনৈতিক শিষ্টাচার মেনে চলুন

ড. ইফতেখার আহমেদ চৌধুরী

প্রকাশিত: ১৪:১০, ৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:১০, ৫ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

অপপ্রচার বন্ধ করুন, কুটনৈতিক শিষ্টাচার মেনে চলুন

-ড. ইফতেখার আহমেদ চৌধুরী। ছবি: সংগৃহীত

আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে এই পৈশাচিক আক্রমণকে ঘৃণাভরে তীব্র নিন্দা জ্ঞাপন এবং চরম উদ্বেগ প্রকাশ করছি।

ভারতীয় কর্তৃপক্ষ অনতিবিলম্বে যারা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে এমন ব্যবস্থা অবলম্বন করা উচিত যাতে এ ধরণের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি না ঘটতে পারে।  

এ ক’দিন আমরা লক্ষ্য করছি যে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ বিরোধী প্রচারণা ক্রমাগত চালিয়ে যচ্ছে। এই ধরণের ন্যক্কারজনক কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বিরূপ মনোভাবের চরম বহিঃপ্রকাশ। এতে শুধুমাত্র যে সত্যের অবমাননা হচ্ছে তাই নয়, এর ফলে আমাদের দু’দেশের এবং জনগণের সম্পর্কের অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে।

ভারতের প্রতি আমাদের দাবি ও প্রত্যাশা হচ্ছে, ‘বন্ধ করুন এ অসত্য অপপ্রচার এবং মেনে চলুন আন্তর্জাতিক কুটনৈতিক শিষ্টাচার।’

লেখক:  তত্ত্বাবধায়ক সরকারে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা, কুটনীতিক ও শিক্ষাবিদ 

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer