Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ-ভারত উচ্চ পর্যায়ের বৈঠক সোমবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৭, ৮ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

বাংলাদেশ-ভারত উচ্চ পর্যায়ের বৈঠক সোমবার

ফাইল ছবি

শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারত। সোমবার অনুষ্ঠিত হবে এই বৈঠক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, আলোচনায় ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার এবং একটি দলের ওপর নির্ভরশীলতা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকারক- এমন বিষয় তুলে ধরা উচিত।

এদিকে, একই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ইউরোপের ২৮ দেশের রাষ্ট্রদূত। যেখানে বিনিয়োগ বৃদ্ধি এবং ভিসা প্রক্রিয়া সহজের বিষয়ে বাংলাদেশ আহ্বান জানাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সেপ্টেম্বরে সীমান্তে দুইজন হত্যার বিষয়ে দিল্লিকে কড়া ভাষায় প্রতিবাদ জানায় ঢাকা। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের বক্তব্যেরও কড়া প্রতিবাদ জানানো হয়েছে। গত দেড় দশকে ঢাকার এরকম ভূমিকা দেখেনি দিল্লি।

পরে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে তাণ্ডব চালায় ভারতীয় উগ্রবাদী একটি সংগঠন। বিক্ষোভ হয়েছে কলকতার উপ-দূতাবাসের সামনেও। এসবের পরিপ্রেক্ষিতে ভারতের হাইকমিশনারকে জরুরি তলব করে শক্ত প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ অবস্থায় নিশ্চিতভাবে দুই দেশের সম্পর্ক, সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছে। এমন সময় সোমবার ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি বৈঠক করবেন পররাষ্ট্র সচিবের সঙ্গে। সাক্ষাৎ করবেন পররাষ্ট্র এবং প্রধান উপদেষ্টার সঙ্গেও।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer