Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৮ ১৪৩১, শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪

ঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক চলছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৮, ৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:১৬, ৯ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

ঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক চলছে

সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সে দেশের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

বৈঠকে অংশ নিতে আজ সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছেন বিক্রম মিশ্র। তাকে বরণ করে নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।   

বৈঠকের আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে যত উপাদান আছে, সবই রাখার চেষ্টা করা হয়। আলোচ্যসূচি ঠিক করার ক্ষেত্রে দুই পক্ষের সম্মতিও লাগে। তবে সাধারণভাবে যেটা বলা যায়, বাণিজ্য আছে, কানেক্টিভিটি আছে, সীমান্ত আছে, পানি আছে।

রাজনৈতিক পটপরিবর্তনে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম ভারতের কোনো শীর্ষ কূটনীতিক ঢাকায় এলেন। যদিও ৫ আগস্টের পর গত চার মাসে দুই দেশের তিনটি টেকনিক্যাল কমিটির বৈঠক হয়েছে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer