Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৮ ১৪৩১, শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ-ভারতের মতপার্থক্য মীমাংসার আহ্বান যুক্তরাষ্ট্রের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৮, ১২ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

বাংলাদেশ-ভারতের মতপার্থক্য মীমাংসার আহ্বান যুক্তরাষ্ট্রের

ফাইল ছবি

বাংলাদেশ-ভারতের মতপার্থক্য উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে মীমাংসা করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথু মিলার এ আহ্বান জানান। 

ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন। সম্প্রতি বাংলাদেশ ও ভারত উভয়ই ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। হামলার সেই ঘটনা এবং বাংলাদেশকে লক্ষ্য করে (ভারত থেকে) ক্রমবর্ধমান আগ্রাসী বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে? 

জবাবে ম্যাথু মিলার বলেন, যুক্তরাষ্ট্র আশা করে, বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবদমান মতপার্থক্য দূর করবে। তাঁর ভাষায়, ‘দেখুন, সব পক্ষ তাদের মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধান করুক, এটিই আমরা দেখতে চাই।’ 

বাংলাদেশে ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক এক ধরনের টানাপোড়েন আর উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। দুই নিকট প্রতিবেশী দেশের আস্থা আর বোঝাপড়ার সংকটের এমন প্রেক্ষাপটে ঢাকায় গত সোমবার অনুষ্ঠিত হয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে এটাই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। 

চলতি মাসের শুরুর দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকরা এ হামলা চালায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয়। তবে আগরতলার হামলার বিষয়টি পূর্বপরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer