Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

ভারতে কারাভোগের পর ফিরলেন ২৬ বাংলাদেশি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৪, ২৫ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

ভারতে কারাভোগের পর ফিরলেন ২৬ বাংলাদেশি

ছবি- সংগৃহীত

ভারতে ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ২৬ বাংলাদেশি। দেশে ফেরা বাংলাদেশিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন দুদেশের বিজিবি-বিএসএফ, কাস্টম, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। সকল আনুষ্ঠানিকতা শেষে আজ বুধবার সকালে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

ফেরত আসা নারী-পুরুষ ও শিশুদের বাড়ি ঠাকুরগাঁও, চাপাইনবাবগঞ্জ, পিরোজপুর, গোপালগঞ্জ, টাংগাইল, কুড়িগ্রাম, ও নড়াইল জেলার বিভিন্নস্থানে। ফেরত আসাদের মধ্যে ৭ জন নারী, ৮ জন শিশু ও ১১ জন পুরুষ রয়েছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা জানান, ভালো কাজের আশায় তারা গত ৪ বছর আগে ভারতের মুম্বাই শহরে যান। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে। পরে আদালত তাদের ৩ বছরের কারাদণ্ড দেন। সাজার মেয়াদ শেষে দুদেশের উচ্চ পর্যায়ের মধ্যে চিঠি দেওয়ার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

সকল আনুষ্ঠানিকতা শেষে আজ বুধবার সকালে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ২৬ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে সাজা শেষে মঙ্গলবার রাতে দেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসাদের পরিবারের কাছে হস্থান্তরের জন্য এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর এবং মহিলা আইনজীবী সমিতি থানা থেকে গ্রহণ করে আজ সকালে যশোরে তাদের নিজস্ব সেল্টার হোমে নিয়ে গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer