ফাইল ছবি
ভারতে আটক থাকা বাংলাদেশি ৯০ জন জেলে ও নাবিক মুক্তি পেয়েছেন। সোমবার দেশে ফেরার পর তাদের ট্রলার মালিক ও পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
রোববার বাংলাদেশ কোস্টগার্ড এ তথ্য জানায়।
কোস্টগার্ড জানায়, আজ দুপুর ২টার দিকে বঙ্গোপসাগরে খুলনায় হিরণ পয়েন্ট এলাকায় আন্তর্জাতিক সমুদ্রসীমানায় ৯০ জন নাবিক ও জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড। তাদের নিয়ে রাতের মধ্যে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে। সোমবার (৬ জানুয়ারি) চট্টগ্রামের পতেঙ্গায় এনে তাদের ট্রলার মালিক ও পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পূর্বাঞ্চলীয় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট সাকিব মেহবুব সংবাদমাধ্যমকে বলেন, ‘ভারত থেকে মোট ৯০ জন নাবিক ও জেলেকে আমরা বুঝে পেয়েছি। তাদের আগামীকাল (সোমবার) বিকেল ৩টায় পতেঙ্গা কোস্টগার্ড স্টেশনে আনা হবে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’
প্রসঙ্গত, বাংলাদেশের সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় সীমানায় প্রবেশের অভিযোগে গত ৯ ডিসেম্বর দুটি ট্রলার ভারতীয় কোস্টগার্ড সদস্যরা আটক করে নিয়ে যান। দুটি ট্রলারে ৭৮ জন নাবিক ও জেলে ছিলেন।
এ ছাড়া গত ১২ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে প্রতিকূল আবহাওয়ার কারণে এফবি কৌশিক নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। সেখানে থাকা ১২ বাংলাদেমি জেলেকে ভারতীয় ট্রলার উদ্ধার করে নিয়ে যায়। তাদের ভারতের পশ্চিমবঙ্গের কাকদ্বীপে ভারতীয় কোস্টগার্ডের তত্ত্বাবধানে রাখা হয়েছিল।
নাবিক ও জেলেদের সঙ্গে তিনটি মাছ ধরার নৌযানও ভারতীয় কোস্টগার্ড হস্তান্তর করেছে বলে জানা গেছে।