ছবি- সংগৃহীত
প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দিন একাধিক নির্বাহী আদেশ জারি করেছেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন তিনি।
মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্ষমতা গ্রহণের আগে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। একইসঙ্গে যে ‘লাখ লাখ অপরাধী’ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে, তারা যেখান থেকে এসেছে, সেখানে ফেরত পাঠানোর হুমিক দিয়েছেন তিনি।
স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে শপথ নেয়ার পর ওভাল অফিসে ফিরে বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প।এসব আদেশের মাঝে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা ।
আরেকটি আদেশ জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্বের সংজ্ঞা সম্পর্কিত। নির্বাহী আদেশ সই করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটি একটি বিশাল সিদ্ধান্ত’।
এছাড়াও ট্রাম্পের রিমেইন ইন মেক্সিকো বা ‘মেক্সিকোতেই থাকো’ নীতি ফের কার্যকর করা হবে। সীমান্ত এলাকায় আরও সৈনিক ও জনবল পাঠানো হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।এদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন তিনি।