Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৮ ১৪৩১, বুধবার ২২ জানুয়ারি ২০২৫

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রথম বৈঠক ভারতের সঙ্গেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ২২ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রথম বৈঠক ভারতের সঙ্গেই

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মারো রুবিও’র পর দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও দায়িত্ব নেয়ার পর তার প্রথম দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে মার্কিন সরকারের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওয়াশিংটনে রয়েছেন। বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্রের প্রতিনিধিত্বকারী দুই দেশের শীর্ষ কূটনীতিকের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর অনুষ্ঠিত এ বৈঠকের আগে কোয়াডের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। 
 
এনডিটিভি বলছে, কোয়াড এবং রুবিওর সঙ্গে বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর আরও একটি শীর্ষ বৈঠক করেছেন নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ মাইক ওয়াল্টজের সঙ্গে। দায়িত্ব নেয়ার পর এটি ছিল ওয়াল্টজের প্রথম আন্তর্জাতিক বৈঠক, যা হোয়াইট হাউসে অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর জয়শঙ্কর এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকেলে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে দেখা করে দারুণ লাগছে। পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে এবং বৈশ্বিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি বাড়াতে আমাদের বন্ধুত্বকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি। আমরা একটি সক্রিয় এবং ফলাফল-ভিত্তিক এজেন্ডায় একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’ 

এর আগে, ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। স্থানীয় সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) ওয়াশিংটনে এই বৈঠক হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 
 

শীর্ষ আমেরিকান কূটনীতিক হিসেবে নতুন পররাষ্ট্রমন্ত্রীর সময়সূচী প্রকাশ করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ‘পররাষ্ট্রমন্ত্রী রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সাথে পররাষ্ট্র দফতরে দেখা করছেন।’

মার্কো রুবিও ইন্দো-প্যাসিফিক কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের সাথে দেখা করেছেন বলেও জানানো হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer