Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২১ ১৪৩১, মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫

ইউক্রেন সংকট সমাধানে অগ্রগতির দাবি ট্রাম্পের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

ইউক্রেন সংকট সমাধানে অগ্রগতির দাবি ট্রাম্পের

ফাইল ছবি

ইউক্রেন সংকট সমাধানের পথে গুরুপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের বলেন, রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিরসনের বিষয়ে আমাদের অনেক অগ্রগতি হয়েছে। 

কিন্তু সংকট সমাধানের বিষয়ে তিনি আসলে কী অগ্রগতি হয়েছে, তা ব্যাখ্যা করেননি। খবর তাসের।ট্রাম্প বলেন, আমরা চিন্তা করে দেখব কী হয়। কিন্তু এ বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে। আমাদের সেই হাস্যকর যুদ্ধ বন্ধ করতে হবে।

সোমবার অ্যান্ড্রুজ বিমানঘাঁটি পরিদর্শনের সময় ট্রাম্প এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার প্রশাসন রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে বৈঠক এবং আলোচনার পরিকল্পনা করছে। 

তিনি আশা করেন, এর থেকে ভালো কিছু বেরিয়ে আসবে। এর আগে রাশিয়ার রাষ্ট্রপতির প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেছিলেন, মস্কো দুই দেশের রাষ্ট্রপতি পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের জন্য উন্মুক্ত রয়েছে। তবে ওয়াশিংটনের কাছ থেকে এই বিষয়ে কোনো অনুরোধ পায়নি রাশিয়া।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer