![ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই যাচ্ছেন ড. ইউনুস ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই যাচ্ছেন ড. ইউনুস](https://www.bahumatrik.com/media/imgAll/2018September/yunus-2502091916.jpg)
ফাইল ছবি
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ এ যোগ দিতে দুবাই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে একথা কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম।
তিনি বলেন, ‘আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন।’
মানব পাচারের বিষয়ে মুখপাত্র বলেন, ‘একটি বাংলাদেশি এজেন্সি কাজ দেয়ার লোভ দেখিয়ে কিছু মানুষকে রাশিয়ায় পাঠিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করে। মানব পাচারের দায়ে গেল সপ্তাহে একজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে প্রবাসে থাকা বাংলাদেশিরা সমস্যার সম্মুখীন হলে দূতাবাস তাদের দেশে ফেরাতে কাজ করবে।’
কঙ্গ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সবাই নিরাপদ আছে উল্লেখ করে রফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর যুদ্ধ সরঞ্জাম নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।’