![যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ](https://www.bahumatrik.com/media/imgAll/2018September/tp-2502100913.jpg)
ফাইল ছবি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে তার। এছাড়া, শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তিন বছর পূর্ণ হচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি। কিন্তু এখনো নেই সংঘাত থামার লক্ষণ। অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগিরিই বন্ধ হচ্ছে যুদ্ধ।
স্থানীয় সময় শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা হয়েছে। এসময়, আর মৃত্যু দেখতে চান না বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।
তবে ট্রাম্প স্পষ্ট করেননি, এ ফোনালাপ তার ক্ষমতাগ্রহণের আগে নাকি পরে হয়েছে। তিনি আরও জানান, কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তার।
ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার জন্য পূর্বসূরি জো বাইডেনকে দায়ী করেন ট্রাম্প। বলেন, তিনি (বাইডেন) চাইলেই প্রাণহানি অনেকাংশে কমাতে পারতেন। যুক্তরাষ্ট্রের জন্য বাইডেন ‘কলঙ্ক’ বয়ে এনেছেন বলেও জানান ট্রাম্প।
এদিকে, ন্যাটোর চেয়ারম্যান জিউসেপি কাভো ড্রাগনের সঙ্গে দেখা করেছেন জেলেনস্কি। ন্যাটোর সদস্য দেশগুলোর সামরিক সহায়তা এবং দূরপাল্লার ড্রোন উৎপাদনে সরাসরি বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন। অন্যদিকে, রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।