![এপ্রিলে ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা এপ্রিলে ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা](https://www.bahumatrik.com/media/imgAll/2018September/DrYnus-Modi-2502111841.jpg)
ফাইল ছবি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৪ এপ্রিল আঞ্চলিক সংগঠন বিমসটেকের শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস যোগ দেবেন বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব ইন্দ্র মনি পান্ডে।
শীর্ষ বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ সদস্য দেশগুলোর সরকার প্রধানরা যোগ দেবেন বলে নিশ্চিত করেন তিনি। ডক্টর মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীসহ সদস্য দেশগুলোর নেতাদের একে অপরের সাথে সাক্ষাত হবে। তবে তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে কিনা তা নিশ্চিত নয়।
বিমসটেক মহাসচিব বলেন, দ্বিপক্ষীয় বৈঠক দেশগুলো নিজেরা ঠিক করবে। এদিকে, বিমসটেক সম্মলনে ইউনূস-মোদি বৈঠক হতে পারে বলে কূটনৈতিক সুত্রগুলো জানিয়েছে।
বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হলেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে বিমসটেক কাজ করবে বলে জানান সংস্থাটির মহাসচিব।