Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৩০ ১৪৩১, শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনাকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে দিল্লিতে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

শেখ হাসিনাকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে দিল্লিতে

ফাইল ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিতে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে রফিকুল আলম বলেন, বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র ভারত সরকারকে পাঠানো হয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক উভয় সিদ্ধান্তেই এ কূটনৈতিকপত্র পাঠানো হয়। এখন তাদের উত্তরের অপেক্ষায় রয়েছে সরকার।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, শেখ হাসিনা ছাড়াও ভারতে অবস্থান করা আওয়ামী লীগের অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম মানা হবে কি না, সেটি সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার বিষয়।

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টকে স্বাগত জানিয়ে রফিকুল আলম বলেন, প্রতিবেদনটি যেকোনো মানুষের বিবেকে নাড়া দেবে। বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশকে ভারত সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন মুখপাত্র। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer