Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৯ ১৪৩১, শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ থেকে ৫ ট্রাক আলু গেল নেপালে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০২, ২১ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

বাংলাদেশ থেকে ৫ ট্রাক আলু গেল নেপালে

ছবি- সংগৃহীত

দেশের একমাত্র চারদেশীয় পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে ১০৫ টন আলু রপ্তানি হয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার  বন্দরটি দিয়ে পাঁচটি গাড়িতে ১০৫ টন আলু নেপালে রপ্তানি হয়েছে। প্রতি গাড়িতে ছিল ২১ টন আলু। আলুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১ হাজার ৩৪৪ টন আলু নেপালে রপ্তানি হয়েছে।

এ আলু কারা রপ্তানি করছে জানতে চাইলে উজ্জ্বল হোসেন জানান, এ আলুগুলো থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি, হুসেন এন্টারপ্রাইজ, ক্রসেস এগ্রো, সুফলা মাল্টি প্রডাক্টস লিমিটেড ও লোয়েড বন্ড লজেস্টিক নামের কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। জাতগুলো হলো স্টারিজ এবং লেডিও রোজেটা। রপ্তানিকারকরা প্রয়োজনীয় ডুকুমেন্ট অনলাইনে আবেদন করে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে ল্যাবে পরীক্ষা করার পর ফাইটোসেনেটারি সার্টিফিকেট ইস্যু করা হয়।

বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer