Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২১ ১৪৩১, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫

কৃতজ্ঞতা জানিয়ে ট্রাম্পের ভূয়সী প্রশংসা করলেন জেলেনস্কি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০০, ৫ মার্চ ২০২৫

প্রিন্ট:

কৃতজ্ঞতা জানিয়ে ট্রাম্পের ভূয়সী প্রশংসা করলেন জেলেনস্কি

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত ইউক্রেন। দেশটিতে মার্কিন সামরিক সহায়তা স্থগিতের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দেয়া ঘোষণার পর এ সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে হওয়া বাগ্‌বিতণ্ডার জন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যে পথে এগোতে চাচ্ছে, সে পথে যেতে ইউক্রেন প্রস্তুত আছে বলে ইঙ্গিত দিয়েছেন জেলেনস্কি। মঙ্গলবার (৫ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে এ নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন জেলেনস্কি। মূলত যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সহায়তা বন্ধ করার ঘোষণা দেয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট

জেলেনস্কি আরও বলেন, কেউ সীমাহীন যুদ্ধ চায় না। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত ইউক্রেন। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত কিয়েভ।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন জেলেনস্কি। এছাড়া ট্রাম্পেরও প্রশংসা করেছেন তিনি। বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখতে ওয়াশিংটন যা করেছে, সেটি সত্যিই অনেক মূল্যবান। 

তবে, খনিজ সম্পদের চুক্তির বিনিময়ে নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছেন জেলেনস্কি। জানান, কিয়েভ এবং ওয়াশিংটন এক যৌথ তহবিল গঠন করবে। যেখানে ইউক্রেন তার ভবিষ্যত প্রাকৃতিক আয়ের ৫০ শতাংশ অবদান রাখবে, আর যুক্তরাষ্ট্র যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে আর্থিক সহায়তা করবে।

গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক করেন ট্রাম্প ও জেলেনস্কি। একপর্যায়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। জেলেনস্কির ওই সফরে ইউক্রেনের বিরল খনিজ পদার্থ নিয়ে একটি চুক্তি হওয়ার কথা থাকলেও তা আর আলোর মুখ দেখেনি।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer