Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩১, বুধবার ১৯ মার্চ ২০২৫

যুদ্ধ বন্ধে পুতিন-ট্রাম্পের ফোনালাপ চলছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৩, ১৮ মার্চ ২০২৫

প্রিন্ট:

যুদ্ধ বন্ধে পুতিন-ট্রাম্পের ফোনালাপ চলছে

ফাইল ছবি

ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ফোনালাপ শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাত আটটার দিকে তাদের আলোচনা শুরু হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, রাত আটটা থেকে ফোনালাপ শুরু করেছেন দুজন। তাদের আলোচনা চলছে। আলোচনা ভালোভাবে এগোচ্ছে।

হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ ডান স্কাভিনো এক্সে বলেছেন, ‘ফোনালাপ চলছে এবং এটি এখনও হচ্ছে।’ খবর আল-জাজিরার

বিবিসি জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে আলোচনা শুরুর আগে পুতিন রাশিয়ার শিল্পপতি ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। তিনি রাশিয়ার ওপর বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা বৈধ নয় বলে মন্তব্য করেন। 

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আজকের আলোচনার মূল বিষয় হতে পারে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত রাশিয়া-ইউক্রেনের মধ্যকার ৩০ দিনের প্রাথমিক যুদ্ধবিরতি পরিকল্পনা।

এর আগে সোমবার ট্রাম্প নিজেই জানান, পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer