
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। এসময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও মানুষ পারাপারে খোলা থাকবে ইমিগ্রেশন।
শনিবার ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত চতুর্দেশীয় এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধের এ সিদ্ধান্ত আমাদানি-রপ্তানিকারক,সিএন্ডএফ এজেন্ট ও সংশ্লিষ্টদের যৌথ সিদ্ধান্তে গ্রহণ করা হয়েছে।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।
জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৬ এপ্রিল সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।
আবুল কালাম আজাদ বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ীসহ কয়েকটি সংগঠনের যৌথ আলোচনা সভায় আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে একটি চিঠিও বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, কাস্টমস ও বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। বন্ধের পর আগামী ৬ এপ্রিল থেকে বন্দরের কার্যক্রম আবারও স্বাভাবিক হবে।’
এদিকে বন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টের যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।’