Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৯ ১৪৩১, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫

সীমান্তে মাইন বিস্ফোরণ :পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ২ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

সীমান্তে মাইন বিস্ফোরণ :পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি

ছবি- সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটনা ঘটেছে।

মঙ্গলবারদুপুর ১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

ভারতীয় সেনাবাহিনীর দাবি, অস্ত্রবিরতি লঙ্ঘন করে লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর পাকিস্তান সেনাবাহিনী গুলি চালালে তারাও পাল্টা জবাব দেয়। 

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত ১ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনীর ‘অনুপ্রবেশের কারণে’ কৃষ্ণা ঘাঁটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। এরপর পাকিস্তান সেনাবাহিনী বিনা উস্কানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায়।
 
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। 

উল্লেখ্য, ২০২১ সালে ভারত ও পাকিস্তান এলওসিতে যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ চুক্তির উদ্দেশ্য ছিল সীমান্তে শান্তি বজায় রাখা ও অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়ানো।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer