Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৯ ১৪৩১, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫

শুক্রবার ব্যাংককে ইউনূস-মোদির বৈঠক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২১, ২ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

শুক্রবার ব্যাংককে ইউনূস-মোদির বৈঠক

ফাইল ছবি

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে একান্ত আলোচনায় বসবেন দুই নেতা।

বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছে। সূত্র জানায়, বিকেলে ভারতের তরফ থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্যাংকক সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের ৭টি দেশ।
 
বিমসটেকের সদস্যদেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। প্রথম দিন সদস্যদেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। সভা শুরুর আগে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।
 
বৃহস্পতিবার এ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া এবারের সম্মেলনে বাংলাদেশকে পরবর্তী ২ বছরের জন্য বিমসটেকের সভাপতি হিসেবে ঘোষণা করা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer