Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ২১ ১৪৩১, শনিবার ০৫ এপ্রিল ২০২৫

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালককে বরখাস্ত করলেন ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:৩১, ৪ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালককে বরখাস্ত করলেন ট্রাম্প

ফাইল ছবি

এবার মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) পরিচালক টিমোথি হফকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তাকে বরখাস্ত করা হয়েছে। বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

টিমোথির সঙ্গে তার সহকারী ওয়েন্ডি নোবেলকেও সরিয়ে দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, টিমোথি হফ মার্কিন সাইবার কমান্ডেরও প্রধান। বৃহস্পতিবার তাকে এবং তার সহকারী নোবেলকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। নোবেলকে পেন্টাগনের গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি অফিসে পুনর্নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

সূত্রগুলো গণমাধ্যমটিকে বলেছে, কেন হফকে বরখাস্ত করা হয়েছে এ বিষয়ে তারা নিশ্চিত নন। এছাড়া নোবেলের পুনর্নিযুক্তকরণের কারণও স্পষ্ট নয় বলে জানিয়েছেন তারা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এবং হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও ধরনের মন্তব্য করেনি। রয়টার্স বলছে, মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের গোয়েন্দা বিষয়ক স্থায়ী নির্বাচন কমিটির র‌্যাংকিং সদস্য ডেমোক্রেট জিম হিমস এনএসএ পরিচালক টিমোথি হফকে বরখাস্ত করার নিন্দা জানিয়েছেন। উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইতিমধ্যে দেশটির বিভিন্ন গোয়েন্দা সংস্থার কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। তাদের স্থানে তিনি নিজের একান্ত অনুগতদের নিয়োগ দিয়েছেন।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer