Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৩ ১৪৩২, বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৯, ৭ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে দেশে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ সতর্কতা জারি করে।

বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, গাজা সংঘাতের প্রতিক্রিয়ায় সোমবার ঢাকা এবং সারাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করবে এবং কেন্দ্রীয় গণবিক্ষোভে পরিণত হবে। সম্ভাব্য যানজট বৃদ্ধি এবং দূতাবাসে প্রতিবাদের উদ্দেশে আন্দোলনের কারণে মার্কিন দূতাবাস এদিন বিকেলের জনসেবা সীমিত করবে। এই অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত।

বিবৃতিতে দূতাবাস আরও জানায়, মনে রাখতে হবে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা হলেও তা সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। এই অবস্থায় মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়ানো উচিত এবং যেকোনো বড় সমাবেশের আশপাশে চলাচলে সতর্কতা অবলম্বন করা উচিত। সেই সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা উচিত। এছাড়াও স্থানীয় অনুষ্ঠানসহ নিজের আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করা উচিত।

দূতাবাস মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এলাকা এড়িয়ে চলা, স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ এবং জরুরি যোগাযোগের জন্য চার্জ আছে এমন মোবাইল ফোন বহনের পরামর্শ দিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer