Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৩ ১৪৩২, বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫

শেখ হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে চূড়ান্ত কথা হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ৮ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:১৭, ৮ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

শেখ হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে চূড়ান্ত কথা হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ব্যাংককে মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘(শেখ হাসিনার) বিষয়টি উত্থাপিত হয়েছে। কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি। এটুকুই বলব।’

তিনি আরও বলেন, ‘এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি। আমরা তাদের (ভারতের) কাছে চেয়েছি যে (হাসিনাকে) ফেরত দেওয়া হোক তাকে বিচারের সম্মুখীন করার জন্য।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কিন্তু যেটা স্পষ্ট করা হয়েছে, নরেন্দ্র মোদি খুব স্পষ্টভাবে বলেছেন যে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দেশের সঙ্গে মানুষের সঙ্গে, এটা কোনো দলের সঙ্গে নয়। এটা উনি স্পষ্ট করেছেন। আমি এটাকে একটা পজিটিভ বিষয় হিসেবেই দেখতে চাই।’

ভারতের ভিসা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, ‘ভিসা হচ্ছে একটা দেশের নিজস্ব রাইটস। তারা যদি না দেয় কিছুই করার নেই। আমরাও বন্ধ করে দিতে পারি। আমরা যেমন বন্ধ করে দিয়েছিলাম সাময়িকভাবে, আবার খানিকটা চালু করেছি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer