Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৩ ১৪৩২, শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫

তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রফতানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৫, ৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:৩৬, ৯ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রফতানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

ফাইল ছবি

ভারতের মাটি ব্যবহার করে এখন থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ।স্থানীয় সময় মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিআই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্য দেশে পণ্য রফতানিতে ভারতের স্থল ও বিমানবন্দর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সীমান্ত পেরিয়ে বাংলাদেশি পণ্যবাহী কন্টেইনার ও ট্রাকও অন্য দেশে যেতে দেয়া হবে না। মোদি প্রশাসনের এমন সিদ্ধান্তে নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। 
 
এর আগে ২০২০ সালের ২৯ জুন বাংলাদেশকে এই সুবিধা দিয়েছিল ভারত। 
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer