Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩২, মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে ভারত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫২, ২৮ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে ভারত

ফাইল ছবি

ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। আগে থেকেই এ বিষয়ে প্যারিসের সঙ্গে কথা বলে রেখেছিল দিল্লি। যা সোমবার একটি চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে পাকাপোক্ত করলো তারা। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, ভারতীয় নৌবাহিনীর জন্য মোট ৬৩ হাজার কোটি রুপি খরচ করে এসব যুদ্ধবিমান কিনছে দিল্লি।

গত সপ্তাহে পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে এ খবর সামনে আসলো। ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে করা সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। যা সরাসরি যুদ্ধের উস্কানি বলে অভিহিত করেছে ইসলামাবাদ। এমন পরিস্থিতির মধ্যে নতুন সামরিক সরঞ্জাম ভারতের জন্য ইতিবাচক খবর বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা। ভারতের পুরনো আমলের মিগ-২১ বিমানগুলো ধাপে ধাপে বাতিল হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর হাতে মোট ৪২টি ফাইটার স্কোয়াড্রন থাকার কথা থাকলেও বর্তমানে এর তাদের হাতে রয়েছে মোট ৩২টি যুদ্ধবিমান। ফলে ফ্রান্সের সঙ্গে ২৬টি যুদ্ধবিমানের চুক্তি স্বাক্ষর করে খাতা-কলমে বিষয়টি পাকা করেছে নয়াদিল্লি।

জানা গেছে, এই যুদ্ধবিমানগুলো ব্যবহৃত হবে বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্তে’। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ওই যুদ্ধজাহাজে বর্তমানে রাশিয়ার তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। রাফাল হাতে পেলে এই যুদ্ধবিমানগুলোকেও ধীরে ধীরে অবসরে পাঠাবে নয়াদিল্লি। ফ্রান্সের কাছ থেকে এর আগেও ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল ভারত। ২০১৬ সালের চুক্তিতে ভারতে আসা সেই যুদ্ধবিমানগুলো ব্যবহার করছে দেশটির বিমান বাহিনী।

উল্লেখ্য, কাশ্মীর হামলার পরিপ্রেক্ষিতে শক্তিপ্রদর্শন শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। রোববারই তারা আরব সাগরে যুদ্ধজাহাজ থেকে পর পর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে মহড়া দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর বার্তায় বলা হয়েছে, যেকোনো সময়, যেকোনো ভাবে এবং যেকোনো পরিস্থিতিতে শত্রুপক্ষের মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে তারা’।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer