Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩২, মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৭ বাংলাদেশী যুবক

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১০, ২৮ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৭ বাংলাদেশী যুবক

ছবি- সংগৃহীত

ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার হয়ে কারাভোগ শেষে ৭ বাংলাদেশী যুবক দেশে ফিরেছেন। শনিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা যুবকরা হলেন যশোর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর ও নড়াইল জেলার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন রবিউল ইসলাম, ফয়সাল, মিন্টু বড়ই, আয়নাল মাতুব্বর, রিপন খলিফা, শহিদুল শেখ ও আলামিন হোসেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইব্রাহিম খলিলুল্লাহ জানান, আনুষ্ঠানিকতা শেষে যুবকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ আইনি সহায়তায় তাদের গ্রহণ করবে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত হোসেন জানান, দালালদের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তারা আটক হন। ভারতীয় মানবাধিকার সংস্থার সহায়তায় জেল থেকে মুক্তি পেয়ে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফেরার সুযোগ পান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer