ছবি- সংগৃহীত
রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার বিকেলে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মির্জা আব্বাসকে আনা হয়। পাঁচ দিনের রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মির্জা আব্বাসের আইনজীবী ওমর ফারুক বলেন, ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা মানে মির্জা আব্বাসকে ডিবি অফিসে নিয়ে নির্যাতন করা হবে।
এর আগে গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানায় উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ ৭০০-৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।