Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৭ ১৪৩১, মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫

সোমবার বসছে সুপ্রিম কোর্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ১১ আগস্ট ২০২৪

প্রিন্ট:

সোমবার বসছে সুপ্রিম কোর্ট

ফাইল ছবি

প্রধান বিচারপতির শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। রোববার দুপুরে বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ নিয়েই সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আসেন বিচার বিভাগের প্রধান। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই সাংবাদিকরা তাকে অভিনন্দন জানান।প্রতি উত্তরে প্রধান বিচারপতিও সবাইকে অভিনন্দন জানান।

এরপর হাইকোর্টের কয়েকজন বিচারপতি, সুপ্রিম কোর্টের কর্মকর্তারা তাকে উষ্ণ অভিনন্দন জানান। প্রধান বিচারপতি সবার সঙ্গে করমর্দন করেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষোভের মুখে গত শনিবার (১০ আগস্ট) প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান।

তার পদত্যাগের পর আপিল বিভাগের আরো পাঁচ বিচারপতি পদত্যাগ করেন। পদত্যাগ করেননি বিচারপতি মো. আশফাকুল ইসলাম। ছয় বিচারপতির পদত্যাগের পর রাতেই হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফামত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, শপথের মধ্য দিয়ে নিয়োগ কার্যকর হবে।

বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে এখন বিচারপতি দুইজন। শোনা যাচ্ছে, খুব দ্রুত আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হবে।

শপথ নেওয়ার পর জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শ্রদ্ধা নিবেদনের কথা ছিল। বৈরী আবহাওয়ার জন্য যেতে পারেননি বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি জানান, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা সোমবার সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধ এবং সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer