Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৭ ১৪৩১, সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর

ফাইল ছবি

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার বেলা ১১টায় এম এ মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। তবে জামিন নামঞ্জুর করেন বিচারক নির্জন কুমার মিত্র।

এদিন সকাল থেকেই সুনামগঞ্জ আদালতে মান্নানের জামিন শুনানি নিয়ে উত্তেজনা বিরাজ করছিল।

বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে বাড়ানো হয় আদালতের নিরাপত্তা।

আদালতে জামিন শুনানি শুরু আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। আধাঘণ্টার শুনানিতে দু’পক্ষের আইনজীবীদের কথা শোনার পর জামিন নামঞ্জুর করেন দ্রুত বিচার আদালতের বিচারক। অন্যদিকে শুনানি শেষে বের হয়ে পুলিশ রিমান্ড না চাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান বাদিপক্ষের আইনজীবী।

গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়। জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এই মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer