Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৯ ১৪৩১, শনিবার ০৫ অক্টোবর ২০২৪

সাবেক সংসদ সদস্য জ্যাকবের ৭ দিনের রিমান্ড আবেদন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ১ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

সাবেক সংসদ সদস্য জ্যাকবের ৭ দিনের রিমান্ড আবেদন

ছবি- সংগৃহীত

বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) নাজিম উদ্দিন আলমকে হত্যাচেষ্টার মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

প্রায় এক যুগ আগে ঘটনার এ মামলায় আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার সাব-ইন্সপেক্টর জহুরুল ইসলাম এ রিমান্ড আবেদন করেছেন।ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে রিমান্ডের আবেদনের ওপর দুপুরে শুনানি হবে।

এর মধ্যে জ্যাকবকে আদালতে হাজির করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের হাজতখানায় রাখা হয়েছে।এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুলশান থেকেতাকে গ্রেপ্তার করা হয়।

গত ১২ সেপ্টেম্বর আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেন নাজিম উদ্দিন আলম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা গণতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নাজিম উদ্দিন আলমসহ নেতাকর্মীরা আমিন বাজার ব্রিজের ওপর অবস্থান করছিলেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে গুলি চালায়। পুলিশের ছোড়া টিয়ারশেল ও শর্টগানের গুলিতে নাজিম উদ্দিন আলমসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হন।

অপর আসামিদের মধ্যে রয়েছেন- তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer