Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৭ ১৪৩১, রোববার ১৩ অক্টোবর ২০২৪

তাঁতীবাজার মণ্ডপে ‘পেট্রোলবোমা’ নিক্ষেপের ঘটনায় মামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ১৩ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

তাঁতীবাজার মণ্ডপে ‘পেট্রোলবোমা’ নিক্ষেপের ঘটনায় মামলা

ছবি- সংগৃহীত

রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপে ‘পেট্রোলবোমা’ ছুড়ে মারার পর হামলাকারীদের ছুরিকাঘাতে পাঁচ জন আহত হওয়ার ঘটনায় ছিনতাই মামলা হয়েছে। শনিবার কোতয়ালি থানায় মামলাটি করে পুলিশ।

রোববার ডিএমপির কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান মামলার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় দণ্ডবিধির ৩৯২ ধারায় শুধু একটি মামলা হয়েছে। পেট্রোল বোমা উদ্ধার, সেই সঙ্গে ছিনতাইকারীদের ধরতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের পক্ষ থেকে আরেকটি মামলা হবে।’

গ্রেপ্তার তিন জনকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে। আদালত আজ রিমান্ড শুনানির দিন ধার্য রয়েছেন বলেও জানিয়েছেন ওসি।

এর আগে শুক্রবার রাতে দুর্গাপূজার মহা অষ্টমীতে তাঁতীবাজারে পূজামণ্ডপে একটি পেট্রোলবোমা সদৃশ্য বস্তু ছুড়ে মারার ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলে পাঁচ জন আহত হন। তাদের মধ্যে কারও হাতে, কারও গলায়, কারও বুকে আঘাত লাগে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পুলিশ তিন ছিনতাইকারীকে আটক করে। আটক ব্যক্তিরা   হলো– আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer