Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৯ ১৪৩১, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

বেক্সিমকো ফার্মায় রিসিভার বসছে না: আপিল বিভাগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ১২ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

বেক্সিমকো ফার্মায় রিসিভার বসছে না: আপিল বিভাগ

ফাইল ছবি

আপাতত সালমান এফ রহমানের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে রিসিভার বসছে না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে বেক্সিমকো গ্রুপের অন্য প্রতিষ্ঠানে রিসিভার বসতে কোনো বাধা থাকবে না। 

মঙ্গলবার আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে হাইকোর্টকে ২ সপ্তাহের মধ্যে এই মামলার রুল নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 

এর আগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান এ সংক্রান্ত বিষয়ে একটি রিট আবেদন করেন। ওই রিট আবেদনের শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশ দেন।

আদেশে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভাল করার জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দেন। একই সঙ্গে ছয় মাসের জন্য গ্রুপটির সব সম্পত্তি সংযুক্ত করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতি দেওয়া ওই আদেশে সালমান এফ রহমানের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের অর্থ উদ্ধার এবং বিদেশ থেকে টাকা ফেরাতে নির্দেশ দেওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer