Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২ ১৪৩১, সোমবার ১৮ নভেম্বর ২০২৪

ডাকাতি পর শিশু অপহরণ : রিমান্ডে সেই নারী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪১, ১৭ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

ডাকাতি পর শিশু অপহরণ : রিমান্ডে সেই নারী

ছবি- সংগৃহীত

রাজধানীর আজিমপুরে ডাকাতির পর আট মাস বয়সী এক শিশুকে অপহরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার নারী ফাতেমা আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক আবুল ফারেজ জুয়েল। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না

মামলা সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর সকাল ৯টার দিকে আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টার লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে ফারজানা নামে এক নারীর বাসায় ডাকাতির সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি তারা একটি বাচ্চাকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীকে পরিবার ওই শিশুকে উদ্ধারের জন্য র‌্যাব-১০ এর কাছে সহায়তা চায়। ওইদিন রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে এই অপহরণের পরিকল্পনাকারী ফাতেমা আক্তার শাপলাকে (২৮) গ্রেপ্তার করে

এসময় অপহৃত শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শাপলা বগুড়া ধনুট উপজেলার গোলাপপুরের সাদেক আলী তালুকদারের মেয়ে। এ ঘটনায় লালবাগ থানায় অপহরণের অভিযোগে একটি মামলা হয়েছে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer