Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৫ ১৪৩১, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

ব্যাংক ডাকাতির চেষ্টা: একজনের রিমান্ড :দুজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১২, ২০ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

ব্যাংক ডাকাতির চেষ্টা: একজনের রিমান্ড :দুজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

ফাইল ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় লিয়ন মোল্লা নিরবকে (২২) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাকি দুজনের জবানবন্দি রেকর্ড করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকেলে গ্রেফতার হওয়া ৩ জনকে ঢাকার সিজেএম কোর্টে নেয়া হয়। সেখানে লিয়ন মোল্লা নিরবের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ এবং নাবালক মো. আরাফাত (১৬) ও মো. সিফাতকে (১৬) ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আবেদন করে।

পরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত লিয়ন মোল্লা নিরবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি দুজনের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

লিয়ন মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা কবির মোল্লার ছেলে। বাকি দুই কিশোরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। লিয়ন পেশায় গাড়িচালক। বাকি দুজনের একজন একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer