Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৩ ১৪৩১, বুধবার ০৮ জানুয়ারি ২০২৫

সাবেক আইজিপি মামুন নতুন মামলায় গ্রেপ্তার

প্রকাশিত: ১৩:২৬, ৬ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

সাবেক আইজিপি মামুন নতুন মামলায় গ্রেপ্তার

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র স্বরণীতে সাব্বির হোসেনকে হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার সকাল ১০ টায় মামুনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয়। এরপর সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভুইয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আতিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় গত ৩০ ডিসেম্বর পুলিশের সাবেক আইজিপি মামুন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আইনজীবী রবিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। কিন্তু ওইদিন মামুনকে আদালতে হাজির করা হয়নি। বাকি দুইজনকে শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর পর মামুন চৌধুরীর বিষয়ে আজ শুনানির দিন ধার্য করেন আদালত।

এদিকে মামলা সূত্রে জানা গেছে, সাব্বির রাজধানীর একটি বায়োবিড কোম্পানীতে অফিস সহকারী হিসেবে চাকরি করছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টরস্থ রাজউক মার্কেটের দক্ষিণ পাশে রবীন্দ্র স্বরনী রাস্তার উপর ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করে সাব্বির। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালায়। এসময় সাব্বির হোসেনে গলায় গুলি লাগে।

পরে আবরার হানিফ (২৬) নামে একজন সাব্বিরকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতলে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরে গত বছরের ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় সাব্বিরের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer