Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২ ১৪৩১, বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫

শিশুর ভুল চোখে চিকিৎসা: অভিযুক্ত চিকিৎসক গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১১, ১৬ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

শিশুর ভুল চোখে চিকিৎসা: অভিযুক্ত চিকিৎসক গ্রেপ্তার

ফাইল ছবি

শিশুর ভুল চোখে চিকিৎসার অভিযোগে করা মামলায় বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

এর আগে ধানমন্ডি থানায় ভুক্তভোগী শিশু শিশু ইরতিজা আরিজ হাসানের বাবা মাহমুদ হাসান তার সন্তানের ভুল চোখে চিকিৎসার অভিযোগ মামলা করেন।

এজাহার সূত্রে জানা যায়, চোখে ময়লা জাতীয় কোনো বস্তুর অস্তিত্ব টের পেয়ে মঙ্গলবার হাসপাতালে দেড় বছর বয়সী ইরতিজার চিকিৎসা করাতে এসেছিলেন বাবা-মা। তবে বাম চোখের বদলে ডান চোখে চিকিৎসা করা হয়। পরে দুঃখ প্রকাশ করে আবারও বাম চোখে চিকিৎসা করেন চক্ষু বিশেষজ্ঞ এবং স্ট্র্যাবিসমাস সার্জন ডা. শাহেদারা বেগম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer