Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৪ ১৪৩১, শনিবার ১৮ জানুয়ারি ২০২৫

ওবায়দুল কাদেরের পালিতপুত্র হিরু কারাগারে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৪, ১৭ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

ওবায়দুল কাদেরের পালিতপুত্র হিরু কারাগারে

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় পথচারী তৌফিকুল ইসলাম হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিতপুত্র আসাদুজ্জামান হিরুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার এসআই মো. হানিফ তাকে আদালতে তুলে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার রাতে গুলশান এলাকা থেকে হিরুকে গ্রেপ্তার করে পুলিশ।

২০২৪ সালের ১৯ জুলাই বাড্ডা এলাকায় বৌদ্ধমন্দিরের সামনে আন্দোলন চলাকালে আত্মীয়ের বাসা থেকে নিজ বাসায় ফিরছিলেন তৌফিকুল। বেলা ১১টার দিকে আসামিদের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তৌফিকুলের স্ত্রী ইসমত জাহান ইলোরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১২ জনের নামে মামলা করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer