Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৪ ১৪৩১, শনিবার ১৮ জানুয়ারি ২০২৫

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের অনুমোদন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬, ১৭ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের অনুমোদন

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৪(৪)- এ উল্লিখিত বিচারকার্য পালনের স্বাধীনতাকে সুসংহতকরণ, অনুচ্ছেদ ৯৫(১)- এ প্রধান বিচারপতির পরামর্শ গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছ প্রয়োগ এবং অনুচ্ছেদ ৯৪(২)(গ)- এর অধীন সুপ্রিম কোর্টের বিচারক পদে যোগ্য ব্যক্তির নিয়োগ নিশ্চিতকরণের লক্ষ্যে অধ্যাদেশ প্রণয়নপূর্বক আইন ও বিচার বিভাগ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করেছে।

এতে আরও বলা হয়, আজ উপদেষ্টা পরিষদ-বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে 'সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫'-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামও অধ্যাদেশ অনুমোদনের বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন। এতে বিচার বিভাগ নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বিভিন্ন পদক্ষেপ তুলে বলা হয়েছে, ‘গতকাল (১৬ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদিত হয়। অতি শিগগিরই লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের রুটিন ভেটিং সাপেক্ষে অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত হবে মর্মে আশা করা যাচ্ছে।’

আরও বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি মহোদয় ঘোষিত বিচার বিভাগ সংস্কার রোডম্যাপের এরূপ পর্যায়ক্রমিক বাস্তবায়ন দেশে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer