Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৯ ১৪৩১, বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫

আইন উপদেষ্টার বক্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ প্রকাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ১২ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

আইন উপদেষ্টার বক্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ প্রকাশ

ফাইল ছবি

জুলাই হত্যাকাণ্ড মামলার রায় প্রকাশের সময় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন। কারো ধার ধারে না। আমরা কারো কথাও শুনব না। এ ধরনের বক্তব্য বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি করবে।’

ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, যেখানে মামলার তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে। এ ধরনের মন্তব্য আসতে থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

এদিন গুম, খুন, অপহরণ, নির্যাতনের মামলায় হাজির করা হয় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিমল বলেন, জুলাই-আগস্টে রামপুরায় নির্বিচারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আজ (বুধবার) দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, মঙ্গলবারজুলাই হত্যাকাণ্ডের তিন-চারটি মামলার রায় আগামী অক্টোবরের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer