Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৮ ১৪৩১, শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসার ৩ দিনের রিমান্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসার ৩ দিনের রিমান্ড

ফাইল ছবি

সন্ত্রাস বিরোধী আইনে বৈষম্যবিরোধী এক ছাত্রের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মেহেরপুরের আদালত। সোমবার দুপুর ১২টার দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সদর আমলি আদালতের হাকিম শারমিন নাহার এ আদেশ দেন।

দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাকে আদালতে হাজির করা হলে মামলা দুটির একটিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী এক ছাত্রের করা মামলায় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোর্ট ইন্সপেক্টর মানস রঞ্জন দাস বলেন, মোনালিসার বিরুদ্ধে বৈষম্যবিরোধী এক ছাত্র ও পলি খাতুন নামে একজন মামলা করেন। এই দুই মামলার একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। অন্যটিতে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্রদের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে করা ২৬৩/২৪ নম্বর মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি মোনালিসা। এ ছাড়া পলি খাতুন নামে এক নারীর গত বছরের ৫ আগস্টে করা একটি জিআর মামলার প্রধান আসামি মোনালিসা। মামলা নম্বর জিআর ৩৮৭/২৪।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer