Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩১, শুক্রবার ২৮ মার্চ ২০২৫

সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান ওয়াসিফুলসহ ২৩ জনের আপিলে জামিন বহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান ওয়াসিফুলসহ ২৩ জনের আপিলে জামিন বহ

ফাইল ছবি

ঢাকার উপকণ্ঠ টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগ জামাতের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৩ সদস্যের বেঞ্চ রোববার এই আদেশ দেন।

গত ৮ জানুয়ারি তাবলীগ জামাতের দু’পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে জামিন দেন হাইকোর্ট। পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত তাদের এই জামিন দেওয়া হয়। পরে এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আদালতে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

গত ১৭ ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ হয়। এতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দু গ্রামের মৃত ওসমান গণির ছেলে আমিনুল ইসলাম (৬৫), ফরিদপুর সদর উপজেলার কমলাপুর গ্রামের মৃত শেখ সামাদের ছেলে বেলাল হোসেন (৬০) এবং বগুড়া সদর উপজেলার ধাওয়াপাড়া গ্রামের ওমর উদ্দিনের ছেলে তাজুল ইসলাম নিহত হন। এ ছাড়া ওই সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের অন্তত অর্ধশতাধিক মুসল্লি আহত হন।

পরে এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় কিশোরগঞ্জ সদর উপজেলার মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন একটি হত্যা মামলা করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকশ জনকে আসামি করা হয়। এরপর সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ আসামিরা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer