Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৪ ১৪৩১, রোববার ০৯ মার্চ ২০২৫

পিলখানা হত্যাকাণ্ডে সাক্ষ্য দিতে শেখ হাসিনাকে তলব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫২, ৮ মার্চ ২০২৫

প্রিন্ট:

পিলখানা হত্যাকাণ্ডে সাক্ষ্য দিতে শেখ হাসিনাকে তলব

ফাইল ছবি

পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে তলব করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।শনিবারএ-সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দফতরে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ অপরিহার্য হয়ে পড়েছে।

তারা হলেন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা-১৩ আসনের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক, জামালপুর-৩ আসনের সাবেক এমপি মির্জা আজম, ঢাকা-৮ আসনের সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ৪৪ রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ শামসুল আলম, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক  লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোল্লা ফজলে আকবর, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মঈন ইউ আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, র‍্যাবের সাবেক মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল কাহার আকন্দ, পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ ও পুলিশের সাবেক সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম।

এতে আর বলা হয়, সাক্ষীরা দুটি পদ্ধতির যে কোনো একটি অনুসরণ করে সাক্ষ্য দিতে পারবেন:

১. কমিশনের কার্যালয়ে সরাসরি হাজির হয়ে সাক্ষ্য প্রদান:

সাক্ষ্য দিতে ইচ্ছুক ব্যক্তিরা +৮৮০১৭১৪০২৬৮০৮ নম্বরে যোগাযোগ করে অথবা [email protected] ই-মেইলে সময়সূচি নির্ধারণ করে কার্যালয়ে উপস্থিত হতে পারবেন।

কার্যালয়ের ঠিকানা: বিআরআইসিএম, নতুন ভবন, সপ্তম তলা, (সায়েন্স ল্যাবরেটরি), ড. কুদরাত-এ-খুদা রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫।

২. অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য প্রদান:

একই নম্বরে ফোন বা ই-মেইলের মাধ্যমে সময়সূচি ঠিক করে অনলাইনে সাক্ষ্য দেওয়া যাবে।

কমিশন ৩১ মার্চের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে চায়। তাই বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে সাক্ষ্যদাতাদের প্রস্তাবিত সময়সূচি জানাতে বলা হয়েছে। তারা ফোনকল, ই-মেইল বা চিঠির মাধ্যমে তাদের উপস্থিতির বিষয়ে নিশ্চিত করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষ্যদানের ক্ষেত্রে অসহযোগিতা করলে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে।

কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান শনিবার রাতে বলেন, তদন্তের স্বার্থে এই ১৫ জনের সাক্ষ্য নেওয়া গুরুত্বপূর্ণ। আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি, যাতে তারা বিষয়টি জানতে পারেন। আশা করি, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer