Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৪ ১৪৩১, সোমবার ১০ মার্চ ২০২৫

সোশ্যাল মিডিয়া থেকে মাগুরার সেই শিশুটির ছবি সরানোর নির্দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ৯ মার্চ ২০২৫

প্রিন্ট:

সোশ্যাল মিডিয়া থেকে মাগুরার সেই শিশুটির ছবি সরানোর নির্দেশ

ফাইল ছবি

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যম অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তাৎক্ষণিক এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।রোববার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিতভাবে এই আদেশ দেন।

বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু। তার অবস্থা আশঙ্কাজনক। গত শনিবার রাত থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার চিকিৎসা চলছে।
 
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পুরাতন ভবনের দ্বিতীয় তলায় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে ছিল শিশুটি।
 
আরও পড়ুন: মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: উপদেষ্টা শারমীন
 
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন। তার যৌনাঙ্গে আঘাত রয়েছে। তবে গলায় আঘাত বেশি।’
 
এদিকে, শিশুকে হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে চারজনের নামে মামলা হয়েছে। শনিবার সদর থানায় মামলাটি করেছেন শিশুটির মা। মামলায় আসামি করা হয়েছে শিশুটির বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীব শেখের ছোট ভাই রাতুল শেখ (১৭) ও সজিবের মা জাহেদা বেগম (৪০), বাবা হিটু শেখকে (৪৭)। এদের চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer