
ফাইল ছবি
হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘ছয়টি হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পায়, আর আমি ৩২৩ ধারার (কাউকে আঘাত করা) মামলায় ৫ মাস ধরে জামিন পাচ্ছি না। আমি বৈষম্যের শিকার।’
সোমবার বিকেলে হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন ব্যারিস্টার সুমন।
সুমনকে আজ বেলা আড়াইটার দিকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় বিকেলে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়। নিজের পক্ষে নিজেই জামিন শুনানি করেন তিন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।