Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩২, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫

এবার মামলা করলেন পরীমণি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ২৩ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

এবার মামলা করলেন পরীমণি

ফাইল ছবি

সম্প্রতি আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ঢাকার ভাটারা থানায় লিখিত অভিযোগ করেন গৃহকর্মী পিংকি আক্তার। আর গত বৃহস্পতিবার পরীকে ১ নম্বর আসামি করে আদালতে মামলা করেন সেই গৃহকর্মী। এবার পিংকি আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এই চিত্রনায়িকা।

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল নূরে আলমের আদালতে মামলাটি দায়ের করেন পরীমণি। আদালত পরীর জবানবন্দি গ্রহণ করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৮ জুলাই মামলার অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার গৃহকর্মী পিংকি আক্তার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার ফ্ল্যাটসঙ্গী সৌরভের (২৮) বিরুদ্ধে একটি মামলা করেন। অভিযোগে তিনি জানান, এক বছরের শিশু সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে পরী তাকে মারধর করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের মার্চে কাদের এজেন্সির মাধ্যমে পিংকি পরীমণিদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেন। এক সন্তানের দেখাশোনার দায়িত্বে নিয়োগ দেওয়া হলেও, তাকে দুটি শিশুর দায়িত্ব পালন করতে হতো। রান্নার কাজও করতে হতো দিনে ও রাতে। প্রয়োজনের তাগিদে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।

তবে ২ এপ্রিল দুপুরে, পরী মেকআপ রুম থেকে এসে শিশুকে দুধ খাওয়ানোর বিষয় নিয়ে পিংকির সঙ্গে তর্কে জড়ান। এ নিয়েই শুরু হয় গালিগালাজ ও মারধর।

পিংকি অভিযোগ করেন, পরীমণি তার মাথা, মুখ ও চোখে এলোপাতাড়ি আঘাত করেন, ফলে তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরে আসার পর নিরাপদ স্থানে যেতে অনুরোধ করলেও পরী ও সৌরভ তাকে থামিয়ে দেন। পরে পিংকি ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তায় বাসা থেকে বের হন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

ঘটনার পর ৪ এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পিংকি। কিন্তু তাতে কোনো অগ্রগতি না দেখে আদালতের শরণাপন্ন হন তিনি। তার মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

জানা গেছে, বাদী পিংকি আক্তার (২৪) নেত্রকোনার সদর উপজেলার ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে। এর আগে ৩ এপ্রিল তিনি ভাটারা থানায় পরীর বিরুদ্ধে মারধরের একটি লিখিত অভিযোগ করেছিলেন। এবার তিনি সরাসরি আদালতে মামলা করলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer