Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৬ ১৪৩১, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

নতুন করে আর মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই:মুক্তিযুদ্ধ মন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৫, ৫ মে ২০২৪

প্রিন্ট:

নতুন করে আর মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই:মুক্তিযুদ্ধ মন্ত্রী

ফাইল ছবি

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, স্বাধীনতার পরে ৫০ বছরের অধিক সময় চলে গেছে। ইতোমধ্যে আমরা মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা তৈরি করেছি। এটা অনলাইনে বা সরাসরি আবেদন করার সুযোগও দেয়া হয়েছিলো। এ প্রক্রিয়া শেষ হয়েছে গত বছর। সে কারণে নতুন করে আর কোনো মুক্তিযোদ্ধা হওয়ার আবেদন নেয়া সম্ভব নয় বলে জানান মন্ত্রী ।

রোববার জাতীয় সংসদে মাইনূল হোসেন খান নিখিলের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, তবে যেসব মুক্তিযোদ্ধার নাম নথিভুক্ত রয়েছে যদি তারা ভাতা না পেয়ে থাকেন তাহলে সে বিষয়টি আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব। আর মুক্তিযোদ্ধাদের সম্মানী বা ভাতা বাড়ানোর বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে বলে জানান তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, ৬ হাজার ৯৬ কোটি ৫৩ লাখ ২৫ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে সারাদেশে ৩০ হাজার মুক্তিযোদ্ধা পরিবারকে আবাসন সুবিধা দেবার কার্যক্রম চলমান রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer